Monday, 4 December 2017

Hot Jokes - Bangla Funny Jokes

                                                                Hot Jokes 



মফিজের ইউরিন টেস্টের রিপোর্ট
এক মহিলার রিপোর্টের
সাথে বদলে গেল...
ডাক্তার মফিজকে বলল,



... ... "
আপনি প্রেগন্যান্ট"..........
মফিজ এই কথা শুনে রাগে ফায়ার
হয়ে তার বউ কে বলল,






"
তোরে আগেই কইছিলাম
আমারে উপরে থাকতে দে"

দুই ফকিরের কথোপকথন...!! - Bangla Funny Jokes

                                                   দুই ফকিরের কথোপকথন...!!




১ম-ফকিরঃআইজকা মতিঝিলে একখান
১০০ টাকার
নোট কুড়ায়ে পাইছিলাম...!!

২য়-ফকিরঃকস কি..??
তোর দেখি বিরাট ভাইগ্য...!!”

১ম-ফকিরঃআরে না, নোট
খান জাল আছিল, তাই
ফালাইয়া দিছি..!!”

২য়-ফকিরঃজাল আছিল
ক্যামনে বুঝলি...??”




১ম ফকিরঃতুই কোনোদিন ১০০ টাকার
নোটে
এর পরে তিনটা শূন্য
দেখছস....?!

সাবধান!!কিছুতে হাত দেবেন না।সবই গরম - Bangla Funny Jokes

                                        সাবধান!!!কিছুতে হাত দেবেন নাসবই  গরম......   




আবেদনময়ী দুপুর
একদিন এক বাবা তার
ছেলেকে পেটাচ্ছিল, আরেক
ব্যক্তি ছুটে এসে বলল।
ব্যক্তিঃ আরে মশাই
আপনার
ছেলেকে এভাবে নির্দয়ভাবে মারছেন
কেনো?
বাবাঃ আরে ভাই ,
হারামজাদা পাশের
বাড়ির মহিলাকে pregnant
করে দিছে
ব্যক্তিঃ তাই নাকি
কিভাবে হলো !!.
.
.
.
.
.
.
.
.
.
বাবাঃ হারামজাদায় আমার
বিছানার
নিচে রাখা সবগুলা Condom
ফুটা কইরা রাখছে

অতিপ্রয়োজনীয় টিপস - হৃৎপিন্ডের গোপন শত্রু

                                                     অতিপ্রয়োজনীয় টিপস

                                           


                                                        
 হৃৎপিন্ডের গোপন শত্রু 



. দীর্ঘ সময় ধরে ল্যাপটপ, পিসি ব্যবহার বা টেলিভিশন দেখা।

. মুক্তির পথ না খুঁজে বিষণ্নতা জিইয়ে রাখা।

. ঘুমের মধ্যে নাক ডাকা।

. খাবার পর দাঁত ফ্লস (সুতা ব্যবহার করে দাঁতের ফাঁক থেকে খাদ্য কণা বের করে আনা) না করা।

. নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা।

. শরীরচর্চায় অবহেলা করা।

. অতিরিক্ত মদ্য পান করা।

. অতিরিক্ত খাওয়া।

. সুস্থ আছেন বিবেচনা করে স্বাস্থ্যের অযত্ন করা।

১০. লাল মাংস (গরু, শুকর ইত্যাদি) খাওয়া।

১১. কোলেস্টেরল, রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া।

১২. ধূমপান বা ধূমপায়ীর সাথে বসবাস।

১৩. ডোজ পূর্ণ করার আগেই প্রয়োজনীয় ওষুধ খাওয়া এড়িয়ে যাওয়া বা বন্ধ করে দেওয়া।

১৪. ফল শাক-সবজি এড়িয়ে যাওয়া।

১৫. বিভিন্ন ছোট খাটো অসুস্থতার লক্ষণ এড়িয়ে যাওয়া।

১৬. অতিরিক্ত লবন খাওয়া।

১৭. পুষ্টিকর খাবারের চেয়ে বেশিক্যালরির খাবার নিয়মিত খাওয়া